করোনা মোকাবেলায় সাড়ে ৮৫ হাজার কোটি ডলারের তহবিল গঠনে সম্মত হতে পারেননি ইউরোপীয় ইউনিয়নের নেতারা।
মহামারি চলাকালেই বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে দু’দিনব্যাপী সরাসরি বৈঠকে বসেন জোটভুক্ত দেশগুলোর রাষ্ট্র ও সরকার প্রধানরা। তাতে, কোভিড নাইনটিনের কারণে ক্ষতিগ্রস্ত অর্থনীতি উদ্ধার, চিকিৎসা অবকাঠামো-গবেষণা, ঋণ পরিশোধ এবং বাজেট নিয়ে আলোচনা হয়। এসময়, অর্থ-বরাদ্দের প্রস্তাব তুলেন কাউন্সিল প্রেসিডেন্ট। একইসাথে, ২০২১ থেকে ২৭ সাল পর্যন্ত এক কোটি ট্রিলিয়ন ইউরোর বেশি বাজেট পরিকল্পনাও তোলা হয়। যাতে আসেনি কোন নির্দিষ্ট সমাধান।
নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুট বলেন, কোভিড মহামারি মোকাবেলায় প্রস্তাব তুলেছেন ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট। চুক্তি হওয়া তো দূরের বিষয়; জোটের ২৬ সদস্যেই এখনো ঐক্যবদ্ধ নয়। নানা ইস্যুতে রয়েছে মতবিরোধ। আরো আলোচনার পরই, হয়তো আংশিকভাবে সম্মত হতে পারেন নেতারা।
Leave a reply