সৈকতে নগ্নতা রোধে নজরদারি করছে ড্রোন

|

সমুদ্র সৈকতে সূর্যস্নানে আসা মানুষ যাতে কোনো ধরনের নগ্নতা বা পোশাক ছাড়া ঘুরতে না পারে, সে জন্য ড্রোন ব্যবহার করা হচ্ছে। গত সপ্তাহেই আমেরিকার মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিসে লেকসাইড সৈকতে এ ধরনের একটি অভিযান চালিয়েছে পুলিশ। মূলত সাধারণ মানুষ পুলিশের কাছে অভিযোগ করায় নগ্নতা রোধে পুলিশ উচ্চ প্রযুক্তির ড্রোন ব্যবহার করে।

সৈকতে ঘুরতে আসা এলসি ওলিন বলেন, এই সৈকত নিরিবিলি হলেও নিরাপদ ও আরামদায়কের জন্য বেশ পরিচিত। নগ্নতার ঘটনা সৈকতে কয়েক দশক ধরে চলে আসছে।

গোল্ডেন ভ্যালি পুলিশ বিভাগ সৈকতে ড্রোন ব্যবহার করা নিয়ে তাদের ওয়েবসাইটে একটি বিবৃতি দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, অল্প কয়েকজন স্টাফের এই ড্রোনের ফুটেজ পর্যবেক্ষণের অ্যাকসেস আছে। এই ফুটেজ কেবল নথি–প্রমাণ সংগ্রহ এবং আইনি কাজে ব্যবহার করা যাবে। সব ধরনের গোপনীয়তা বজায় রাখার বিষয়ে পুলিশকর্মীদের বিশেষ প্রশিক্ষণও দেয়া হয়েছে।

তবে, কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, সৈকতে পুলিশের এই ড্রোন ব্যবহারে বর্ণবাদী আচরণ লক্ষ করা গেছে। আর পুলিশের উপস্থিতি একটা ভয়ানক ব্যাপার ছিল।

পুলিশ সার্জেন্ট রান্ডি মাহলেন বলেন, সৈকতে বেশ কয়েকজনকে আইন ভঙ্গ করে নগ্ন হয়ে চলাফেরা করতে দেখা গেছে। পুলিশ ফুটেজ দেখে তাদের তথ্য সংগ্রহের প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু উত্তেজিত জনতার কারণে এই পরিকল্পনা ভেস্তে গেছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply