ফরিদপুরে বেড়িবাঁধ ভেঙে নতুন এলাকা প্লাবিত

|

ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুর জেলার সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় পদ্মা নদীর পানি দুই সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে এখন বিপদসীমার ১০৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

টানা কয়েকদিন ধরে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যহত থাকায় ফরিদপুর সদর উপজেলার আলীয়াবাদ ইউনিয়নের শহর রক্ষা বেড়িবাঁধ ভেঙে যায়। ফলে নতুন করে প্লবিত হয়েছে বেশ কয়েকটি গ্রাম। এছাড়াও ভেঙে গেছে একই এলাকার আরও একটি পাকা সড়ক। পানিবন্দি হওয়ায় মানুষ আশ্রয় গ্রহণ করেছে শহর রক্ষা বাঁধের উপর। এসব এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ খবার পানি, শুকনো খাবার ও গো-খাদ্যের সংকট।

এদিকে বেড়িবাঁধ ভেঙে যাওয়ার পর পানি উন্নয়ন বোর্ড বালি ভর্তি জিও ব্যাগ ফেলে বাঁধ সংস্কারের চেষ্টা করলেও বৃষ্টির কারণে তা ব্যহত হচ্ছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply