মুন্সিগঞ্জে মেঘনা নদীতে ট্রলার ডুবি নিখোঁজ ১ শ্রমিক

|

মুন্সিগঞ্জ প্রতিনিধি:

মেঘনা নদীর মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলাধীন ইসমানীচর এলাকায় ৬ আরোহী নিয়ে একটি বালি বোঝাই ট্রলার ডুবে গেছে। নিখোঁজ রয়েছে একজন।

এ ঘটনায় ৫ জনকে জীবিত উদ্ধার করা গেলেও জান শরীফ (৫০) নামে এক শ্রমিক নিখোঁজ রয়েছেন। নিখোজ শ্রমিক নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া এলাকার মৃত নান্নু মিয়ার ছেলে।

গজারিয়া নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ কর্মকর্তা মো: আব্দুল হান্নান মিয়া জানান, আজ ভোরে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলাধীন চর কিশোরগঞ্জ এলাকা থেকে বালি বোঝাই ট্রলার নিয়ে তারা মুন্সিগঞ্জ গজারিয়া উপজেলার ষোলআনী গ্রামে যাচ্ছিলো। পথিমধ্যে সকাল সাড়ে ৮ টার দিকে ট্রলারটি মেঘনা নদীর ইসমানীচর এলাকায় আসলে ঢেউয়ের তোড়ে ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা শ্রমিকসহ ৬ আরোহীর মধ্যে ৫ জনকে উদ্ধার করা গেলেও নিখোঁজ হয় একজন।

উদ্ধারকৃতরা হলেন দুখু মিয়া (৪৫), আক্তার হোসেন (২৮), জনি (২৬), হুমায়ুন (৩১) ও অঙ্গাত এক শ্রমিক। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নিখোঁজের সন্ধানে উদ্ধার অভিযান শুরু করেছে গজারিয়া কোস্টগার্ড, ফায়ার সার্ভিস ও পুলিশ। শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ ট্রলার ও শ্রমিকের কোন সন্ধান পাওয়া যায়নি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply