ঈদযাত্রায় সকলকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং স্বাস্থ্যবিধি মানার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
দুপুরে নিজ বাসভবন থেকে অনলাইনে যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে করণীয় নির্ধারণ সংক্রান্ত সভায় যোগ দেন তিনি। মন্ত্রী আবারও জানান, ঈদের ৩ দিন আগে থেকে পণ্যবাহী ভারী যানবাহন চলাচল বন্ধ থাকবে। তবে জরুরি সার্ভিস ও অত্যাবশ্যকীয় পণ্য পরিবহন এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।
ওবায়দুল কাদের বলেন, সড়ক-মহাসড়কের পাশে কোনোভাবেই পশুর হাট বসানো যাবে না। ঈদের আগে ও পরে সিএনজি স্টেশনগুলো খোলা রাখতে জ্বালানি বিভাগকেও অনুরোধ জানান সড়ক ও সেতুমন্ত্রী।
Leave a reply