ঈদুল আজহার সময় পশুর হাটে জাল নোট ছড়িয়ে দেওয়ার প্রস্তুতির সময় দুইজনকে আটক করেছে র্যাব।
আজ সোমবার দুপুর থেকে রাত পর্যন্ত রাজধানীর বড় মগবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- রিফাত ও পলাশ।
জানা যায়, চক্রটি লাখ টাকার জাল নোট ১৮ থেকে ২০ হাজার টাকায় বিক্রি করে। গত সপ্তাহে ৭০ লাখ টাকার জাল নোট বাজারে ছেড়েছে। র্যাব-২ এর উপ অধিনায়ক মেজর এইচ এম পারভেজ আরেফিন এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘কোরবানির ঈদকে সামনে রেখে জাল টাকার চাহিদা বেড়েছে। বিশেষ করে খুচরা ব্যবসায়ীরাও এখন জাল টাকা সহজে বাজারে চালিয়ে দিতে পারছে। এই চক্রের নিজস্ব কিছু পাইকারি লোক আছে। যারা মাঠ পর্যায়ে সহজেই এসব টাকা বাজারে বিক্রি করতে পারে।
Leave a reply