কুড়িগ্রামের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি

|

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামে কমতে শুরু করেছে নদ-নদীর পানি। বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে ধরলা, ব্রহ্মপুত্র নদের পানি এখনো বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এদিকে দীর্ঘদিন ধরে পানিবন্দি থেকে মানুষ চরম দুর্ভোগে রয়েছে। বন্যায় ৯ উপজেলার ৩ লাখ মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবন যাপন করছে। দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির অভাব। নষ্ট হয়ে গেছে প্রায় ১০ হাজার হেক্টর জমির ফসল।

এছাড়া বৃষ্টি অব্যাহত থাকায় পানি বেড়েই চলেছে দেশের মধ্যাঞ্চলের নদ-নদীতে। প্রতিদিনই পদ্মা ও যমুনা তীরবর্তী জেলাগুলোয় নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে।

চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সিরাজগঞ্জ, টাঙ্গাইল, শরীয়তপুর, মুন্সিগঞ্জ, মাদারীপুরের বানভাসি মানুষদের। সরকারি হিসাবে জামালপুরে পানিবন্দি অন্তত ১০ লাখ মানুষ। এসব জেলায় দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply