প্রবাসীদের নমুনা পরীক্ষায় পুরোপুরি প্রস্তুত নয় রাজশাহী স্বাস্থ্য বিভাগ

|

প্রবাসীদের নমুনা পরীক্ষায় এখনও পুরোপুরি প্রস্তুত হতে পারেনি রাজশাহী স্বাস্থ্য বিভাগ। শুরুর পর থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত নমুনা দিয়েছেন তিনজন।

স্বাস্থ্যবিভাগ জানিয়েছে, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ১৮ নম্বর ওয়ার্ডের একটি বুথে প্রবাসীদের নমুনা নেয়া হবে। যদিও সেই নির্দিষ্ট বুথের কোন অস্তিত্ব নেই বলে জানিয়েছে নমুনা সংগ্রহকারীরা।

পরীক্ষার জন্য জমা নেয়া সাড়ে তিন হাজার টাকার রশীদের ব্যবস্থাও করতে পারেনি কর্তৃপক্ষ। এখন পর্যন্ত যারা নমুনা দিয়েছেন তারা নগদ টাকা জমা দিলেও রশীদ পাননি। তবে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, পাসপোর্ট, বিমান টিকেটসহ নির্দিষ্ট ফি জমা দিলে ৭২ ঘণ্টার মধ্যে নমুনা নেয়া হবে এবং একদিনেই ফলাফল জানানো হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply