যে দেশই উদ্ভাবন করুক, ভ্যাকসিন যেন সব দেশ পায়: মহাপরিচালক, ডব্লিওএইচও

|

যে দেশ বা সংস্থাই করোনার ভ্যাকসিন উদ্ভাবন করুক, তা যেন সবাই পায় সেটা নিশ্চিত করতে হবে। সুইজারল্যান্ডে সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম।

ভ্যাকসিন আবিষ্কারের সাথে সাথেই সব দেশে এর ডোজ সহজলভ্য করার জন্য বিশ্ব নেতাদের কাছে আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ।

তেদ্রোস আধানম বলেন, দরিদ্র দেশগুলোর ভ্যাকসিন কেনার সামর্থ্য নেই। তাদের জন্য বিশ্বনেতাদের রাজনৈতিক অঙ্গীকার খুব জরুরি। তবে দুর্ভাগ্যজনক বিষয় হল অনেক দেশই উল্টো পথে হাঁটছে। ধনী দেশগুলো সব ডোজ কিনে নিলে, বঞ্চিত হবে অনুন্নত দেশগুলো। তাতে সামগ্রিকভাবে মহামারি নিয়ন্ত্রণ সম্ভব হবে না। জনকল্যাণেই ভ্যাকসিনকে সবার হাতে পৌঁছে দিতে হবে।

এসময়, করোনা ভ্যাকসিনের সুষম বণ্টনে একটি কাঠামো তৈরির কাজ চলছে বলেও জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply