দেশের স্বাস্থ্যখাতে নানা অনিয়ম আর বিতর্কের মুখে অবশেষে পদত্যাগ করলেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ।
আজ মঙ্গলবার জনপ্রশাসন সচিবের কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য সচিব।
এরআগে, মহাপরিচালকের দায়িত্ব পাবার পর তার মেয়াদ শেষ হয়ে গেলেও তাকে আবার দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়।
দেশে করোনা সংক্রমণ শুরুর পর থেকে তার দায়িত্বহীনতা নিয়ে প্রশ্ন উঠতে থাকে সরকারের নানা মহলে। প্রকাশ হতে থাকে স্বাস্থ্য খাতে একের পর এক অনিয়ম ও দুর্নীতির তথ্য। বিশেষ করে জেকেজি হাসপাতাল ও রিজেন্ট হাসপাতালের করোনা পরীক্ষার ভুয়া রিপোর্টের বিষয়টি গণমাধ্যমে প্রকাশ পেলে তুমুল বিতর্ক সৃষ্টি হয়। একের পর এক মন্তব্য করে সরকারকেও বিব্রত করেন তিনি। গুঞ্জন ছিল তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হতে পারে। শেষ পর্যন্ত পদত্যাগ করলেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদ।
Leave a reply