Site icon Jamuna Television

শেষ হলো সৈকতের খাদ্য সহায়তা, এবার যাত্রা বন্যার্তদের সাহায্যে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ঢাকসু) সদস্য তানভীর হাসান সৈকতের উদ্যোগে করোনা মহামরির এই দুর্যোগপূর্ণ সময়ে বিগত ১২১ দিন যাবত ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অসহায়, দুস্থ ও কর্মহীন মানুষের জন্য রান্না করা খাবার বিতরণ কার্যক্রম আজ শেষ হয়েছে।

তবে এর পর তিনি উদ্যোগ নিয়েছেন বর্তমান বন্যা পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে দাড়ানোর। এ লক্ষ্যে আজ মঙ্গলবার তার এই দল নিয়ে সুনামগঞ্জ যাবেন তিনি।

এ প্রসঙ্গে সৈকত বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগণ জনগণের করের টাকায় পড়ালেখা করে। এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগণ-এর তাই দেশের মানুষের প্রতি একটি দায়বদ্ধতা আছে। সে দায়বদ্ধতার জায়গা থেকেই আমরা ঠিক করেছি আমাদের পরবর্তী কার্যক্রম বন্যা দুর্গত-দের কেন্দ্র করে হতে হবে।

তিনি আরও জানান, পরবর্তীতে দেশের অন্যান্য প্রান্তিক অঞ্চলের বন্যা দুর্গতের সহায়তা করার ইচ্ছাও তার দলের আছে।

উল্লেখ্য, গত ২৩ মার্চ থেকে অসহায়, ভাসমান ও ছিন্নমূল মানুষদেরকে দুইবেলা খাবার সরবরাহ করে যাচ্ছেন তিনি ও তার দল। এর মধ্যে প্রথম ১০০ দিন দুই বেলা ও পরবর্তী ২১ দিন এক বেলা খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।

এছাড়াও, ঈদুল ফিতরে অন্তত এক হাজার নারী-পুরুষ-শিশুদের মাঝে নতুন কাপড় বিতরণ করা হয়েছে তার দলের পক্ষ থেকে।

Exit mobile version