কোভিড নাইনটিন গবেষণার তথ্যচুরির দায়ে চীনের দুই নাগরিককে অভিযুক্ত করলো যুক্তরাষ্ট্রের আইন ও বিচার বিভাগ। মঙ্গলবার, বিষয়টি নিশ্চিত করেন সহযোগী অ্যাটর্নি জেনারেল জন ডেমারস।
মার্কিন কর্তৃপক্ষের দাবি, লি জিয়াও ও ডং জিয়াঝি সাইবার গুপ্তচরবৃত্তির সাথে জড়িত ছিলেন। ২০১৪ থেকে ২০২০ সাল পর্যন্ত গবেষণা, ঔষধের ফর্মূলা, সমরাস্ত্রের নকশা, সফটওয়্যার সোর্সকোডসহ বহু তথ্য চুরি করেছে তারা।
প্রাথমিক তদন্তে বলা হয়, চীনের গোয়েন্দা বিভাগ- MSS’র সাথে হ্যাকাররা চুক্তিবদ্ধ ছিলেন। এর ধারাবাহিকতায়, বিশ্বের নানা দেশ থেকে ট্যারাবাইট তথ্যচুরি করেছে দুই হ্যাকার।
Leave a reply