স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের পদ থেকে অব্যাহতি নেয়া ডা. আবুল কালাম আজাদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। এ বিষয়ে আজ বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এতে বলা হয়, আবুল কালাম আজাদের আবেদনের পরিপ্রেক্ষিতে তার চুক্তিভিত্তিক নিয়োগ ২১ জুলাই থেকে বাতিল করা হলো। এর মানে হলো তিনি আর ডিজি পদে নেই।
নতুন ডিজি নিয়োগের বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক গতকাল বুধবার সচিবালয়ে সাংবাদিকদের বলেছেন, সর্বোচ্চ পর্যায়সহ সবাই মিলে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। দরকার হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও আলোচনা করে নেওয়া হবে।
রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. অলিউর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। বিতর্কের মুখে মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকে ডা. আবুল কালাম আজাদ। ২০১৯ সালে মেয়াদ শেষ হওয়ার পর তাকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছিলো সরকার। মেয়াদ শেষ হওয়ার কথা ছিলো ২০২১ সালের ২১ জুলাই।
Leave a reply