রাশিয়া-ইরানের মধ্যে দীর্ঘমেয়াদি সহযোগিতা চুক্তির পরিকল্পনা

|

ছবি- ইন্টারনেট

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ জানিয়েছেন, রাশিয়ার সঙ্গে দীর্ঘমেয়াদি কৌশলগত সহযোগিতা চুক্তি করার পরিকল্পনা করছে ইরান। এ ব্যাপারে দু’দেশ সমঝোতায় পৌঁছেছে বলে জানান তিনি।

ইরানভিত্তিক গণমাধ্যম ইরনার খবরে বলা হয়, বুধবার ইরানের মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকের সময় জারিফ সাংবাদিকদের জানান, মঙ্গলবার মস্কো সফরের সময় এই সমঝোতা হয়। মস্কো সফরের সময় জারিফ রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠক করেন এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক ঘন্টা ধরে ফোনে আলোচনা করেন।

করোনাভাইরাসের মহামারির কারণে পুতিনের সঙ্গে জাভেদ জারিফের সরাসরি বৈঠক হয়নি। রুশ কর্মকর্তাদের সঙ্গে তার এসব আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে উল্লেখ করে জারিফ বলেন, রুশ কর্মকর্তাদের সঙ্গে সাড়ে চার ঘণ্টা ধরে আলোচনার পর এই সমঝোতা প্রতিষ্ঠিত হয়েছে।

উল্লেখ্য মঙ্গলবাবের রাশিয়া সফরে প্রেসিডেন্ট হাসান রুহানির পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ বার্তা প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে হস্তান্তর করেছেন পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply