শরীয়তপুরে ৫ লাখ মানুষ পানি বন্দি

|

পদ্মায় পানি বৃদ্ধি অব্যাহত থাকায় ভয়াবহ রূপ নিয়েছে শরীয়তপুরের বন্যা পরিস্থিতি। জেলার ৬০ ইউনিয়ন ও ৪টি পৌর এলাকা বন্যার পানিতে প্লাবিত হয়েছে। এতে ৫ লাখ মানুষ পানি বন্দি হয়ে পড়েছে।

জেলার অভ্যন্তরিত ও আঞ্চলিক সড়ক তলিয়ে ভেঙে পড়েছে সড়ক যোগাযোগ। সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় ঢাকার সাথে যোগাযোগ বন্ধ হয়ে গেছে। উপজেলা সড়কগুলো পানিতে ডুবে যাওয়ায় জেলার সড়ক যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। দেখা দিয়েছে বিশুদ্ধ পানির তীব্র সংকট।

দুর্গত মানুষ ত্রাণ না পাওয়ার অভিযোগ করেছেন। তবে জেলা প্রশাসন থেকে বলা হচ্ছে এ পর্যন্ত ৪শ ৭০ মেট্রিব টন খাদ্য সমাগ্রী বরাদ্দ দেয়া হয়েছে। বিতরণের কাজও চলমান রয়েছে বলে জানিয়েছে প্রশাসন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply