শীতে কোভিড নাইনটিনের প্রকোপ ঠেকাতে ইংল্যান্ডে নিয়মিত ফ্লু ভ্যাকসিন নিবে ৩ কোটি মানুষ। বৃহস্পতিবার সরকারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, এই প্রথমবার সববয়সী মানুষকে ‘ফ্লু শট’ কর্মসূচিতে আনা হচ্ছে। এ তালিকায় যুক্ত হচ্ছে দু’বছর থেকে মাধ্যমিক স্কুলে পড়ুয়া শিশুরা। এর আগে, শীত মৌসুমের আগে তাদের জন্য টিকাদান বাধ্যতামূলক ছিলো না।
করোনারোগীর আশপাশে থাকা ব্যক্তি, ডায়েবেটিস-অ্যাজমা ও হৃদরোগে আক্রান্ত ব্যক্তি, অন্তঃসত্ত্বা নারীদের ক্ষেত্রে এবারের টিকাদান বাধ্যতামূলক করেছে বরিস জনসন প্রশাসন। এছাড়া, ঠাণ্ডাজনিত রোগ এড়াতে ৫০ থেকে বয়সসীমা বাড়িয়ে ৬৫ পর্যন্ত করা হয়েছে। গেল শীতেও ব্রিটেনে আড়াই কোটি মানুষ ঠাণ্ডাজনিত রোগ মোকাবেলায় টিকা নিয়েছে।
Leave a reply