১৬ স্বাস্থ্যকেন্দ্রের করোনা নেগেটিভ রিপোর্ট নিয়ে উড়লেন ৪০০ যাত্রী

|

সরকার নির্ধারিত স্বাস্থ্যকেন্দ্রগুলো থেকে প্রথমবারের মতো করোনা নেগেটিভ রিপোর্ট নিয়ে আকাশপথে যাত্রা করেছেন প্রায় ৪০০ জন যাত্রী।

ভোর পৌনে চারটায় কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে করে যাত্রা করেন ২১৬ জন যাত্রী। আর সাড়ে ছয়টায় তার্কিশ এয়ারলাইন্সের অন্য একটি ফ্লাইটে ঢাকা ছেড়েছেন প্রায় ১৮০ জন। ফ্লাইট দুটিকে ঘিরে হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাড়তি সচেতনতা লক্ষ্য করা যায়।

সরকার নির্ধারিত ১৬টি স্বাস্থ্যকেন্দ্রের বাইরে করোনা নেগেটিভের সনদ নিয়ে কাউকে ইমিগ্রেশন পার হতে দেয়নি বিমানবন্দর কতৃপক্ষ। করোনার রিপোর্ট না থাকায় বিমানবন্দর কর্তৃপক্ষ বেশ কয়েকজন যাত্রীকে ফিরিয়ে দিয়েছে। তবে স্বাস্থ্যকেন্দ্রগুলোর ব্যবস্থাপনা নিয়ে অভিযোগও তুলেছেন কেউ কেউ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply