নিম্নমানের মাস্ক সরবরাহের অভিযোগে অপরাজিতা ইন্টারন্যাশনালের মালিক শারমিন জাহানকে গ্রেফতার করেছে ডিবি রমনা বিভাগ। শুক্রবার সন্ধায় তাকে শাহবাগ থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পরে তাকে ডিবিতে নেয়া হয়েছে। নিম্নমানের এন-৯৫ মাস্ক সরবরাহের অভিযোগে অপরাজিতা ইন্টারন্যাশনালের মালিকের বিরুদ্ধে মামলা করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষ। রাজধানীর শাহবাগ থানায় শারমিন জাহানের বিরুদ্ধে মামলাটি করা হয়।
বিএসএমএমইউ প্রক্টর ডা. মোজাফ্ফর আহমেদ জানান, নিম্নমানের মাস্ক সরবরাহ করে প্রতারণা করেছে প্রতিষ্ঠানটি। চিকিৎসক ও স্বাস্থ্যসেবা কর্মীরা এসব মাস্ক ব্যবহার করতে অস্বীকৃতি জানায় বলেও জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাই মামলার করা হয়েছে বলে জানান প্রক্টর।
Leave a reply