করোনায় আবারও রেকর্ড সংক্রমণ দেখলো বিশ্ব

|

বিশ্বে একদিনে করোনায় প্রাণ গেল ৪ হাজার

আবারও করোনার রেকর্ড সংক্রমণ দেখলো বিশ্ব। ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে দু’লাখ ৮৯ হাজারের বেশি। মোট আক্রান্ত ১ কোটি ৬০ লাখের মতো। শুক্রবারও ৬ হাজারের বেশি প্রাণ কেড়ে নিয়েছে ভাইরাসটি। এ নিয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৬ লাখ ৪২ হাজারের কাছাকাছি।

এদিন ১১শ’র বেশি প্রাণহানির ফলে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ ৪৮ হাজার। রেকর্ড ৭৭ হাজার সংক্রমণে মোট আক্রান্ত সাড়ে ৪২ লাখ। একদিনে সর্বোচ্চ মৃত্যু দেখেছে ব্রাজিলও। প্রাণ গেছে প্রায় ১২শ’ মানুষের। দেশটিতে মোট মৃত্যু ৮৫ হাজারের বেশি।

মেক্সিকোতে এ পর্যন্ত মারা গেছে প্রায় ৪২ হাজার মানুষ। টানা দ্বিতীয় দিনের মতো অর্ধলক্ষ সংক্রমণ শনাক্ত হয়েছে ভারতে; মোট আক্রান্ত সাড়ে ১৩ লাখ। মৃতের সংখ্যা সাড়ে ৩১ হাজার। একদিনে প্রায় ৩শ’র কাছাকাছি মৃত্যু দেখেছে কলম্বিয়া, দক্ষিণ আফ্রিকা, ইরান ও পেরু।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply