বংশালে বিস্ফোরণ: চলে গেল শিশু জান্নাতও

|

রাজধানীর বংশালে গ্যাসলাইন থেকে বিস্ফোরণের ঘটনায় চিকিৎসাধীন চার বছরের শিশু জান্নাতের মৃত্যু হয়েছে। এ নিয়ে পরিবারের দুই শিশুর মৃত্যু হলো।

শেখ হাসিনা জাতীয় বার্ন ওই প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন জানান, জান্নাতের শ্বাসনালীসহ শরীরের ৬০ শতাংশ দগ্ধ ছিল। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়। জান্নাতের বাবা জাবেদ হোসেন ৩৭ শতাংশ ও মা শিউলি আক্তার ১৭ শতাংশ বার্ন নিয়ে এখনও চিকিৎসাধীন।

বৃহস্পতিবার সকালে কসাইটুলীর সামসাবাদ লেনে ৪৪/১ শিমুলের দোতলা বাড়ির নিচতলায় গ্যাসলাইন বিস্ফোরণ হয়। এতে দেয়ালচাপা পড়ে মইনুল ইসলাম (২) মারা যায়। দগ্ধ হয় তার বাবা জাবেদ (৩৫), মা শিউলি (২৫) ও বোন জান্নাত (৪)।

জাবেদ তার স্ত্রী শিউলি ও ২ সন্তান নিয়ে বংশালের ওই বাসায় ভাড়া থাকেন। তিনি ও তার স্ত্রী স্কুলব্যাগ তৈরির কাজ করেন। ঘটনার সময় ঘরে ঘুমিয়ে ছিলেন তারা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply