সর্বোচ্চ টেস্ট করেও বঞ্চিত মেডিকেল টেকনোলজিস্টরা!

|

স্থায়ী নিয়োগের দাবিতে আমরণ অনশন করছেন ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন এন্ড রেফারেল সেন্টারে কর্মরত সেচ্ছাসেবী মেডিকেল টেকনোলজিস্টরা। শুক্রবার সন্ধ্যা থেকে প্রতিষ্ঠানটির সামনে এ কর্মসূচি শুরু করেন তারা।

আন্দোলনকারীরা বলেন, প্রতিকূল পরিস্থিতেতে তারা করোনা টেস্ট করে আসছেন। প্রতিদিন এখানে তিন থেকে সাড়ে তিন হাজার করোনার নমুনা পরীক্ষা করা হয়। এখন পর্যন্ত পরীক্ষা করেছেন ১ লাখ ৩৭ হাজার নমুনা। বর্তমানে বিদেশগামী যাত্রীদেরও করোনা টেস্ট করছেন তারা। কিন্তু সরকার ২০২ জন মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ দিলেও তাদের ব্যাপারে ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ।

এদিকে, টেকনোলজিস্টদের কর্মবিরতির ফলে প্রতিষ্ঠানটিতে নমুনা সংগ্রহ ও পরীক্ষা বন্ধ আছে। তাদের স্থায়ী নিয়োগের বিষয়ে কোন সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত কাজে ফিরবেন না বলেন জানান আন্দোলনকারীরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply