মৎস সম্পদ অর্থনীতির চাকাকে গতিশীল করবে: স্পিকার

|

ফাইল ছবি।

মৎস সম্পদকে কাজে লাগিয়ে দেশের অগ্রসরমান অর্থনীতির চাকাকে আরও গতিশীল করা সম্ভব। বৃহৎ জনগোষ্ঠির পুষ্টির চাহিদা মেটাতেই মৎস সম্পদের ভূমিকা অপরিসীম। দুপুরে ‘জাতীয় মৎস সপ্তাহ ২০২০’ উপলক্ষে সংসদ ভবনের লেকে বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্ত করার সময় জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এ কথা বলেন।

সংক্ষিপ্ত আলোচনায় স্পিকার বলেন, সরকার মৎস খাতকে সমৃদ্ধ করতে নানা প্রকল্প হাতে নিয়েছে। পাশাপাশি মাছ চাষিদের সফলতর জন্য কার্যকরি উদ্যোগ নিতে হবে মন্ত্রণালয়কে। তবেই দেশের মৎস খাত একটি লাভজনক খাতে পরিণত হবে।

এ সময় ডেপুটি স্পিকার, সংসদের চিফ হুইপসহ মৎস ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply