যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু দেড় লাখ ছুঁই ছুঁই

|

যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু দেড় লাখ ছঁই ছুঁই

করোনায় মার্কিন যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা দেড় লাখ হতে চলেছে। যার সংখ্যা ১ লাখ ৪৯ হাজার ৩৯৮ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৯০৮ জনের প্রাণহানি হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছে আরও ৬৭ হাজারের বেশি আমেরিকান। যার বড় একটা অংশ ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, টেক্সাস, নিউ জার্সি, ইলিনয়েস ও জর্জিয়ার মতো অঙ্গরাজ্যগুলোর। এতে করে আক্রান্তের সংখ্যা ৪৩ লাখ ১৫ হাজার ৭০৯ জনে দাঁড়িয়েছে।

আশার কথা হলো পূর্বের তুলনায় দেশটিতে সুস্থতার হার বাড়ায় আক্রান্তদের প্রায় অর্ধেকই বেঁচে ফিরেছেন। যার সংখ্যা আড়াই লাখের বেশি।

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে সবচেয়ে নাজুক এখন ক্যালিফোর্নিয়া। প্রাণহানি তুলনামূলক কম হলেও এ শহরে করোনার শিকার ৪ লাখ ৫৩ হাজার মানুষ। এর মধ্যে মৃত্যু হয়েছে ৮ হাজার ৪২৭ জনের।

প্রাণহানিতে শীর্ষ শহর নিউইয়র্কে আক্রান্ত ৪ লাখ ৩৯ হাজারের বেশি মানুষ। এর মধ্যে ৩২ হাজার ৬৭৯ জনের মৃত্যু হয়েছে।

ফ্লোরিডায় সংক্রমণ এক লাফে চার লাখ ১৪ হাজারে দাঁড়িয়েছে। ইতিমধ্যে সেখানে ৫ হাজার ৭৭৮ জনের মৃত্যু হয়েছে করোনায়।

সংক্রমণ আশঙ্কাজনকহারে দীর্ঘ হয়েই চলেছে টেক্সাসে। এ শহরে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৯৩ হাজারে দাঁড়িয়েছে। যেখানে প্রাণহানি ঘটেছে ৫ হাজার ৬৭ জনের।

নিউ জার্সিতে করোনার শিকার ১ লাখ ৮৫ হাজারের কাছাকাছি। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ১৫ হাজার ৮৫৯ জনের।

এছাড়া, ইলিনয়সে, জর্জিয়ায়, অ্যারিজোনায়, ম্যাসাসুয়েটসসে, পেনসিলভেনিয়ায়, উত্তর ক্যারোলিনা ও লুসিয়ানার মতো শহরগুলোতে এছাড়া, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply