দেশে প্রথম সন্দেহভাজন করোনা রোগী চিহ্নিত হওয়ায় উত্তর কোরিয়ার সীমান্তবর্তী শহর ক্যাসং লকডাউন করা হয়েছে। এছাড়া মহামারি রোধে দেশে জরুরি অবস্থা জারি করা হয়েছে। খবর আল জাজিরা।
সংবাদ সংস্থা কেসিএনএ জানায়, ভাইরাস নিয়ন্ত্রণে “সর্বোচ্চ জরুরি ব্যবস্থা কার্যকর করতে এবং উচ্চ মাত্রার অ্যালার্ট জারি করতে শনিবারই একটি জরুরি পলিটব্যুরো সভা করেছেন কিম জং উন।
কেসিএনএ জানিয়েছে, তিন বছর আগে দেশ ছাড়া এক ব্যক্তি ১৯ জুলাই অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ফিরে এসেছে। তাকেই করোনা আক্রান্ত বলে সন্দেহ করা হচ্ছে। যদি ওই ব্যক্তির করোনা শনাক্ত হয় তাহলে এটিই হবে উত্তর কোরিয়ার প্রথম করোনা কেস।
ওই ব্যক্তিকে ক্যাসং সিটিতে পাওয়া যায়, তাই শহর লকডাউন করা হয়েছে। ওই ব্যক্তির সংস্পর্শে যারা যারা ছিল সবাইকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
Leave a reply