সুদানের দারফুরে সন্ত্রাসী হামলায় নারী-শিশুসহ কমপক্ষে ২০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ২০ জন।
বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলছে অঞ্চলটিতে। গেলো দুই মাস আগে সরকারী সংস্থা থেকে সমঝোতা বৈঠক হয়। পরে প্রকৃত মালিক দখলে গেলে সেখানে এলোপাথারি গুলি চালায় সন্ত্রাসীরা। এতে ঘটনাস্থলেই প্রাণ যায় বহু মানুষের। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা চিকিৎসকদের।
২০০৩ সাল থেকে প্রাণঘাতি সংঘাত চলছে আঞ্চলটিতে। জাতিসংঘের তথ্য বলছে, বিভিন্ন সংঘাতে দেশটিতে প্রাণ গেছে ৩ লাখের বেশি মানুষের। বাস্তচ্যুত হয়েছে আরও ২৫ লাখ বাসিন্দা।
Leave a reply