কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামে ব্রহ্মপুত্র ও ধরলার পানি বিপৎসীমার উপর স্থিতিশীল থাকলেও সার্বিক বন্যা পরিস্থিতির কোন উন্নতি হয়নি। বরং দুর্ভোগ বেড়েছে এক মাসেরও বেশি সময় ধরে বন্যা কবলিত হয়ে পড়া প্রায় ৫ লক্ষাধিক মানুষের।
এদিকে ত্রাণ স্বল্পতায় খাদ্য সংকট দিনে দিনে চরম আকার ধারণ করছে। বন্যার পানিতে নলকূপ তলিয়ে যাওয়ায় তীব্র হয়ে উঠছে বিশুদ্ধ খাবার পানি এবং গো-খাদ্যের সংকটও। অন্যদিকে ঘর-বাড়ি ছেড়ে বাঁধ, পাকা সড়ক ও বিভিন্ন আশ্রয় কেন্দ্রে অবস্থান করা মানুষজনও রয়েছেন নানা দুর্ভোগে।
স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানায়, ব্রহ্মপুত্রের পানি চিলমারী পয়েন্টে বিপৎসীমার ৭৩ সেন্টিমিটার, নুনখাওয়া পয়েন্টে ৬০ সেন্টিমিটার ও ধরলার পানি সেতু পয়েন্টে বিপৎসীমার ৪৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
Leave a reply