স্টাফ রিপোর্টার, যশোর:
স্বাধীনতার ৪৯ বছর পর প্রথমবার ভারত থেকে রেল কন্টেইনারে আমদানি বাণিজ্য শুরু হয়েছে।
আজ রোববার প্রথম কন্টেইনারবাহী ট্রেনটি ভারতের কন্টেইনার করপোরেশন অফ ইন্ডিয়ার ৫০টি সাইটডোর কন্টেইনারে পি এন্ড জি বাংলাদেশ লিমিটেডসহ মোট আটটি কোম্পানির ৬৪০ টন পণ্য নিয়ে বেনাপোলে এসেছে। কন্টেইনার করপোরেশন অফ ইন্ডিয়ার এজেন্সি হিসেবে টিসিআই বাংলাদেশ লি. এবং এটির ভেন্ডর পার্টনার এম.এম ইন্টারন্যাশনাল বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করছে।
বেলা ১২টায় বেনাপোল রেলওয়ে স্টেশনে পণ্যবাহী ট্রেনটি পৌঁছায়। পণ্য চালানটি বেলা ১২টার সময় বেনাপোল রেলওয়ে স্টেশনে পৌঁছালে তারপর সেখান থেকে বেনাপোল স্থল বন্দরে পণ্য খালাসের জন্য
পাঠানো হয়েছে। কোলকাতার মমিনপুর হতে গত ২৪ জুলাই ট্রেনটি বেনাপোলের উদ্দেশে ছেড়ে আসে।
বন্ধু রাষ্ট্র ভারতের সাথে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক বরাবরই মজবুত। এই পরিসেবার মাধ্যমে সেই সম্পর্ক আরও বৃদ্ধি পাবে। এছাড়া রেল কন্টেইনারে আমদানির ফলে ব্যবসায়ীরা লাভবান হবেন এমনটা জানিয়েছেন ব্যবসায়ীরা। রেলে কন্টেইনারের মাধ্যমে পণ্য আমদানি হলে আমদানিকারকের পণ্যের নিরাপত্তাসহ সময় ও খরচ উভয় বাঁচবে।
ইউএইস/
Leave a reply