ইতালিয়ান লিগের শিরোপা জিতেছে য়্যুভেন্টাস। সাম্পদোরিয়াকে ২-০ গোলে হারিয়ে টানা নবম লিগ শিরোপা জিতেছে রোনালদোর দল। আর ৮৬ বছরের পুরোনো এক রেকর্ড ছুঁয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো।
জয় পেলেই চ্যাম্পিয়ন- এমন সমীকরণের ম্যাচে লিড নিতে ৪৫ মিনিট সময় নেয় য়্যুভেন্টাস। ৪৫ মিনিটে মিরালেম পিয়ানিচের সাথে দুর্দান্ত বোঝাপড়ায় জুভেদের লিড এনে দেন লিগে এই মৌসুমে ৩১তম গোল করা ক্রিস্টিয়ানো রোনালদো। দ্বিতীয় গোলেও ছিল সিআর সেভেনের অবদান।
রোনালদোর শট সাম্পদোরিয়া গোলরক্ষক রুখে দিলেও ফিরতি বল জালে জড়িয়ে লিড দ্বিগুণ করেন ফেড্রিকো বার্নাডসি। ৮৯ মিনিটে টপ স্কোরার হবার রেসে থাকা রোনালদো পেনাল্টি মিস কররেও ২-০ জয়ে শিরোপা নিশ্চিত হয় য়্যুভেন্টাসের। আনুষ্ঠানিক ভাবে ম্যাচ শেষে ট্রফি হাতে না পেলেও মাঠ ও ড্রেসিংরুমে হয়েছে উদযাপন।
Leave a reply