Site icon Jamuna Television

ভারতে দু’দিনেই করোনা টেস্ট সাড়ে ১০ লাখ

ভারতে দু’দিনেই করোনা টেস্ট সাড়ে ১০ লাখ

ভারতে করোনাভাইরাসের সংক্রমণ হুঁ হুঁ করে বাড়ছে। একই সঙ্গে করোনার লাগাম টেনে ধরতে রেকর্ড পরিমাণে বাড়ছে করোনার নমুনা পরীক্ষাও। দেশটিতে কেবল গত দু’দিনেই নমুনা পরীক্ষা হয়েছে প্রায় সাড়ে ১০ লাখ। এবং করোনা শনাক্ত হয়েছে ৪৭ হাজার ৭০৪ জনের।

এদিকে মঙ্গলবার সকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মেডিকেল বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে আরও ৪৭ হাজার ৭০৪ জনের। একদিনে মৃত্যু হয়েছে আরও ৬৫৪ জনের। এ নিয়ে মোট শনাক্ত হয়েছে ১৪ লাখ ৮৩ হাজার ১৫৭ জন। এবং মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৩ হাজার ৪২৫ জনে।

Exit mobile version