স্বামীকে জুয়ার পথ থেকে ফেরাতে ব্যর্থ হয়ে স্ত্রীর আত্মহত্যা

|

প্রতীকী ছবি।

পাবনা প্রতিনিধি:

জুয়ায় আসক্ত ও সংসারে অমনোযোগী স্বামীকে ভালোর পথে ফেরাতে ব্যর্থ হয়ে স্ত্রী ববিতা খাতুন (৩০) গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে।

সোমবার রাত ৮টার দিকে পাবনার মূলগ্রাম ইউনিয়নের মাঝগ্রাম মৎস্যজীবি পাড়ায় এ ঘটনা ঘটে। গৃহবধূ ওই গ্রামের হাফিজুল ইসলামের স্ত্রী।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন যাবৎ মাঝগ্রাম মৎস্যজীবি গ্রামের নির্জন একটি বাগানে এলাকার চিহ্নিত জুয়াড়িদের সাথে হাফিজুল জুয়া খেলতো। এতেকরে সংসারে সে একেবারেই অমনোযোগী হয়ে পড়ে এবং স্ত্রী সন্তানরা নিদারুণ দুঃখ কষ্টে দিন অতিবাহিত করছিলো।

সোমবার দুপুরে হাফিজুল যখন জুয়া খেলার জন্য বাড়ি থেকে বের হচ্ছিলো, স্ত্রী তার পথরোধ করে এবং জুয়া খেলতে যেতে নিষেধ করে অনুরোধ জানায়। এসময় সে স্ত্রীকে পাল্টা হুমকি দিয়ে বাঁধা উপেক্ষা করে জুয়া খেলার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যায়।

এরপর স্ত্রী ববিতা ক্ষোভে পরিবারের সবার অগোচরে নিজ ঘরের আড়ার সাথে দড়ি ঝুলিয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম জানান, এ বিষয়ে আমার কিছু জানা নেই। তবে এ ঘটনায় আমি খোঁজ নিচ্ছি এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করছি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply