পাকিস্তান থেকে কিছু শেখো, আফগানিস্তান ও নেপালকে চীন

|

পাকিস্তানকে দেখে শিখতে আফগানিস্তান ও নেপালের প্রতি আহ্বান জানিয়েছে চীন। সম্প্রতি করোনা মোকাবেলা ও বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের কাজে সহযোগিতার জন্য আফগানিস্তান, নেপাল ও পাকিস্তানেরি প্রতিনিধিদের সাথে এক ভার্চুয়াল বৈঠকে এমন মন্তব্য করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। খবর হিন্দুস্তান টাইমস’র।

বৈঠকে ওয়াং ই বলেন, দেশগুলো যেন তাদের ভৌগলিক অবস্থার সুযোগ নেয় এবং পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি করে। সেইসাথে দক্ষিণ এশিয়া অঞ্চলে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার দিকেও জোড় দেয়।

তবে এ বৈঠককে ভারতের বিরুদ্ধে এক প্রকার ষড়যন্ত্রমূলক বলেই উল্লেখ করছে ভারতীয় বিশেষজ্ঞরা। তারা বলে, দক্ষিণ এশিয়া নিয়ে কোন বৈঠকে ভারতের উপস্থিতি নেই মানে তা ভারতকে কোনঠাসা করতে চীনা পদক্ষেপ ব্যতীত আর কিছুই নয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply