দ্বিতীয় দফা মহামারি ঠেকাতে ১৫ অক্টোবর পর্যন্ত দেশব্যাপী জরুরি অবস্থার সময়সীমা বাড়িয়েছে ইতালি। প্রধানমন্ত্রী গুসেপ্পে কোন্তে আবেদন জানালে তা অনুমোদন দেয় দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষ।
ইতালিতে মে মাসের মাঝিমাঝি সময় থেকেই অনেকটা নিয়ন্ত্রণে রয়েছে দৈনিক সংক্রমণ এবং মৃত্যু।
এদিকে জরুরি অবস্থার মেয়াদ বৃদ্ধি নিয়ে অবশ্য অভিযোগ তুলেছে বিরোধী দলগুলো। বলছে, ক্ষমতার অপব্যবহার করছেন প্রধানমন্ত্রী কোন্তে। যদিও সেপ্টেম্বরের মধ্যে সব স্কুল চালুর কথা জানিয়েছেন দেশটির শিক্ষামন্ত্রী।
বিশেষজ্ঞরা বলছেন, করোনা মহামারির কারণে বিশ্বে আশঙ্কাজনক হারে কমেছে ওষুধের সরবরাহ। দ্বিতীয় দফা মহামারি শুরু হলে এই সংকট আরও বাড়বে।
Leave a reply