করোনা আক্রান্ত সেভিয়ার মিডফিল্ডার নেমানজা গুডেই

|

রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড মারিয়ানোর পর এবার করোনা আক্রান্ত হয়েছেন স্পেনের আরেক ক্লাব সেভিয়ার মিডফিল্ডার নেমানজা গুডেই।

স্প্যানিশ লিগ শেষ হবার পর ছুটি কাটিয়ে ইউরোপা লিগের প্রস্তুতি নিতে অনুশীলনে ফিরেছে সেভিয়া। এক সপ্তাহের এই ছুটি ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে স্পেনের ক্লাবগুলোর জন্য।

রিয়ালের মারিয়ানো করোনা পজেটিভ হওয়ার পরদিনই ছুটি থেকে ফেরা নেমানজা গুডেই’র শরীরে ধরা পড়লো কোভিড-১৯’র সংক্রমণ।

৬ আগস্ট ইউরোপা লিগের শেষ ১৬’র ম্যাচে রোমার বিপক্ষে মাঠে নামবে সেভিয়া। সার্বিয়ার এই মিডফিল্ডারের অবশ্য করোনার কোন লক্ষণ নেই। নেমানজা গুডেইকে আইসোলেশনে রাখার খবর নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply