রাজধানীর পল্লবী থানার ভেতরে বিস্ফোরণের ঘটনায় দুটি মামলা হয়েছে। অস্ত্র ও বিস্ফোরক আইনে পল্লবী থানায় মামলা দুটি দায়ের করা হয়। এ ঘটনায় যুগ্ম কমিশনারকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এদিকে এই ঘটনায় আটককৃত আসামিদের আজ আদালতে তোলা হবে। আদালতে আসামিদের ১০ দিনের রিমান্ডে নেয়ার জন্য আবেদন করবে পুলিশ।
গতকাল পল্লবী থানায় বিষ্ফোরণ ঘটলে চার পুলিশ সদস্য’সহ পাঁচ জন আহত হয়। এর আগে, রাতে পুলিশের অভিযানে তিনজন সন্ত্রাসীকে আটক করে থানায় আনা হয়। তাদের কাছে থাকা ওয়েট মেশিন সদৃশ্য একটি বস্তুই ভোরের দিকে বিস্ফোরিত হয়। থানার দোতলায় ওসি অপারেশনের রুমে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
Leave a reply