‘সরকার করোনার টেস্ট কমাচ্ছে না; বরং টেস্টের জন্য মানুষই কম আসছে। বন্যার কারনেও অনেকে আসছে না।’ দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
দেশে করোনা সংক্রমনের হার কমেছে। তবে ঈদ ও বন্যার কারনে সংক্রমনের হার বাড়তে পারে বলেও আশঙ্কা করেন মন্ত্রী। এজন্য সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।
স্বাস্থ্য খাতে অনেক অর্জন আছে উল্লেখ করে মন্ত্রী বলেন, অনেক কিছু এখনও করা হয়নি। তবে পর্যায়ক্রমে সব কাজ শেষ করা হবে। এরইমধ্যে ৩০ হাজার নার্স নিয়োগ হয়েছে, আরও ১০ হাজার নার্স নিয়োগের প্রক্রিয়া চলছে। সামনে আরও চিকিৎসক নিয়োগ দেয়া হবে।
Leave a reply