তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, প্রধান বিচারপতি পদত্যাগ করে ষোড়শ সংশোধনী ঘিরে সৃষ্ট বিতর্কের অবসান ঘটাতে পারেন। তবে পদত্যাগ না করলে সংবিধানের ৯৭ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি ভূমিকা রাখতে পারেন বলে মত প্রকাশ করেন তিনি।
আজ বৃহস্পতিবার সকালে সচিবালয়ে নিজ দফতরে সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন। ষোড়শ সংশোধনী বাতিল করে দেয়া রায় অগ্রহণযোগ্য বলেও দাবি করেন হাসানুল হক ইনু।
তিনি বলেন, ‘রায়ের পরেও উস্কানিমূলক বক্তব্য দিয়ে উত্তেজনা ছড়ানো হচ্ছে বলেই রাজনৈতিক প্রতিক্রিয়ার মাত্রা কিছুটা তীব্র। পাকিস্তানের উদাহারণ টেনে এনে প্রধান বিচারপতি নিজেই উত্তেজনা বাড়িয়েছেন।’
সংসদে আলোচনার পর রায় পর্যালোচনার বিষয়ে সরকার পরবর্তী পদক্ষেপ নেবে বলে জানান তথ্যমন্ত্রী। এছাড়া রায়ের পর্যবেক্ষণে মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবিসংবাদিত নেতৃত্ব নিয়ে খণ্ডিত, বিকৃত ও উদ্দেশ্যমূলক মন্তব্য করা হয়েছে বলেও মনে করেন তিনি।
Leave a reply