বাহুবলীর পরিচালক সপরিবারে করোনায় আক্রান্ত

|

ভারতে প্রাণঘাতী করোনার বিস্ফোরণ ঘটেছে সিনেপাড়ায়। এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ব্লকবাস্টার সুপারহিট সিনেমা ‘বাহুবলী’র পরিচালক এসএস রাজামৌলী। খবর জি-নিউজের।

খবরে বলা হয়, তিনি একাই নন, তার গোটা পরিবারই করোনাভাইরাসে আক্রান্ত। বুধবার টুইটারে সপরিবারে করোনা আক্রান্তের খবর জানিয়েছেন পরিচালক নিজেই।

রাজামৌলী জানান, কয়েক দিন ধরেই পরিবারের সব সদস্যই জ্বরে ভুগছিলেন। তার নিজেরও জ্বর ছিল। তখন কোভিড টেস্ট করালে ফল পজেটিভ আসে। করোনায় আক্রান্ত হলেও জ্বর ছাড়া আর কোনো উপসর্গ দেখা যায়নি আমাদের কারও।

তাই হাসপাতালে ভর্তি না হয়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাড়িতেই আইসোলেশনে থেকে চিকিৎসাসেবা নিচ্ছেন বলে জানান রাজামৌলী। তিনি বলেন, বিধিনিষেধ ও সতর্কতা অবলম্বন করে দ্রুতই সুস্থ হতে আত্মবিশ্বাসী আমি। সুস্থ হওয়ার পর শরীরে অ্যান্টিবডি তৈরি হলে তিনি প্লাজমাও দান করবেন।

করোনা হওয়ার ঠিক আগে ‘আরআরআর’ নামে একটি ছবির শুটিং করছিলেন রাজামৌলী। তামিল, তেলেগু ও হিন্দি, তিনটি ভাষায় তৈরি হচ্ছে এ ছবি। আছেন জুনিয়র এনটিআর, রাম চরণ, অজয় দেবগণ ও আলিয়া ভাট।

৪০০ কোটি টাকা বাজেটের এই ছবি আগামী বছরের ৮ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

ইউএইস/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply