Site icon Jamuna Television

ঈদে শিশিরকে মার্সিডিজ বেঞ্জ কিনে দিলেন সাকিব

করোনা ক্রান্তিতেও ঈদের আনন্দ অন্য মাত্রায় ধরা দিয়েছে উম্মে হাসান শিশিরের। স্বামী বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ঈদুল আজহায় স্ত্রীকে কিনে দিলেন বিলাসবহুল মার্সিডিজ বেঞ্জ।

নিজের ভ্যারিফায়েড ফেসবুক আইডিতে সেই গাড়ির ছবি দিয়ে ভক্তদের কাছে উচ্ছ্বাস প্রকাশ করে শিশির লিখেছেন, স্বামীর পক্ষ থকে আমার ঈদের উপহার। যথারীতি শিশিরের সেই পোস্ট মুহূর্তেই ভাইরাল। অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন ভক্তরা।

উল্লেখ্য, করোনা মহামারি শুরুর আগে থেকেই যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন শিশির। পরে সেখানে যান সাকিবও। গত ২৪ এপ্রিল সেখানেই জন্ম নিয়েছে তাদের দ্বিতীয় সন্তান। করোনার কারণে দেশে ফিরতে না পেরে দুটি ঈদই মা-বাবাকে ছাড়া নিউইয়র্কে পালন করতে হয়েছে তাদের।

Exit mobile version