যুক্তরাষ্ট্রে একদিনে ৬১ হাজার ২৬২ করোনা রোগী শনাক্ত

|

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬১ হাজার ২৬২ জন করোনায় আক্রান্ত হয়েছে। জনস হপকিন্স ইউনিভার্সিটির হিসেব থেকে এ তথ্য জানা গেছে।

বাল্টিমোর ভিত্তিক এই ইউনিভার্সিটির মতে, টানা গত পাঁচদিন ধরেই দেশটিতে ৬০ হাজারেরও বেশি করে করোনার সংক্রমণ ঘটছে। যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ১ হাজার ৫১ জন।
দেশটিতে এখন মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৬ লাখেরও বেশি এবং মৃতের সংখ্যা ১ লাখ ৫৪ হাজার ৩১৯ জন।

বিশ্বে আক্রান্ত ও মৃত্যু দুটোই যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি।

এদিকে, শনিবার ফ্লোরিডা অঙ্গরাজ্যে আরো ১৭৯ জন মারা গেছে। এ নিয়ে এই রাজ্যে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৮৪৩ জনে।

এর মধ্যে ফ্লোরিডা থেকে দ্বিগুণ জনসংখ্যার রাজ্য ক্যালিফোর্নিয়াতেও অধিক হারে মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply