Site icon Jamuna Television

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা শহরে ঢাকাগামী নৈশ কোচের সাথে যাত্রীবাহী মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মারা গেছেন মোটর সাইকেল আরোহী ১ শিশু ও ২ নারী।

নিহতরা হলেন, রুমা আখতার, তার ৪ বছরের শিশু পুত্র আব্দুর রাহিম ও রুমা আখতারের ছোট বোন আদুরী বেগম। তাদের বাড়ি রংপুরের গঙ্গাচড়া উপজেলার কোলকোন্দ গ্রামে।

পুলিশ ও এলাকাবাসী জানান, রোববার রাত পৌনে ৯ টার দিকে গঙ্গাচড়া উপজেলার কোলকোন্দ গ্রামের লিটন ইসলাম মোটর সাইকেলে স্ত্রী রুমা আখতার, ছেলে আব্দুর রাহিম, শ্যালিকা আদুরী বেগমকে নিয়ে কিশোরগঞ্জের কালিকাপুরে নানা শ্বশুরের বাড়ি যাচ্ছিলেন। এ সময় জলঢাকার মীরগঞ্জ থেকে ছেড়ে আসা নৈশ কোচের সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে লিটন ইসলাম প্রাণ বেঁচে গেলেও বাকিরা মারা যান। পুলিশ কোচটিকে আটক করেছে।

Exit mobile version