২৪ ঘণ্টায় বিশ্বে আরও সাড়ে ৪ হাজার মানুষের প্রাণ কেড়ে নিলো করোনাভাইরাস। নতুন প্রায় দু’লাখ ১৮ হাজার সংক্রমণ শনাক্তে, বিশ্বজুড়ে কোভিড নাইনটিনে আক্রান্ত ১ কোটি ৮২ লাখের বেশি মানুষ। মোট প্রাণহানি ৬ লাখ ৯২ হাজারের বেশি।
একদিনে সাড়ে ৪শ’ মানুষ মারা গেছেন যুক্তরাষ্ট্রে। মোট প্রাণহানি ছাড়িয়েছে ১ লাখ ৫৮ হাজার। দেশটিতে আক্রান্ত ৪৮ লাখের বেশি।
২৪ ঘণ্টায় ৫ শতাধিক মৃত্যু হয়েছে ব্রাজিলে; মোট প্রাণহানি ৯৪ হাজারের বেশি। আক্রান্ত ২৭ লাখ ৩৪ হাজার।
মধ্য আমেরিকার দেশ মেক্সিকো মোট মৃত্যু ৪৮ হাজার ছাড়িয়েছে। ২৪ ঘণ্টায় রেকর্ড ১০ হাজার সংক্রমণ শনাক্তে, দেশটিতে মোট আক্রান্ত ৪ লাখ ৩৪ হাজার মানুষ।
ভাইরাসের বিস্তার ঠেকাতে অস্ট্রেলিয়ার দ্বিতীয় বৃহৎ শহর মেলবোর্নে রোববার থেকে শুরু হয়েছে রাত্রিকালীন কারফিউ। রোববার ২/৩শ’ করে প্রাণহানি রেকর্ড হয়েছে কলম্বিয়া, দক্ষিণ আফ্রিকা, ইরান আর পেরুতে।
Leave a reply