Site icon Jamuna Television

১৯ সেপ্টেম্বর থেকে আইপিএল, বদলে গেল ফাইনালের দিনক্ষণ

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ভিভো আইপিএল-২০২০। তবে ম্যাচ শুরুর সময় ও ফাইনালের তারিখ পরিবর্তন হয়েছে। রবিবার আইপিএল গভর্নিং বডির বৈঠকে এমন সিদ্ধান্ত নেয়া হয়।

ফাইনাল ম্যাচ হওয়ার কথা ছিল ৮ নভেম্বর। কিন্তু ম্যাচের সম্প্রচার সংস্থা স্টার স্পোর্টসের অনুরোধে ফাইনাল ম্যাচ ২ দিন পিছিয়ে ১০ নভেম্বর নির্ধারণ করা হয়। সাধারণভাবে রবিবারই আইপিএলের ফাইনাল ম্যাচ রাখা হয়ে থাকে। তবে এবার ফাইনাল হবে মঙ্গলবার।

এদিকে, ম্যাচ শুরুর সময় নিয়েও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে বৈঠকে। এবার আইপিএলের বিকেলের ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটায়।

করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে এবার সংযুক্ত আরব আমিরতে আইপিএল টুর্নামেন্ট সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ম্যাচ হওয়ার কথা রয়েছে দুবাই, আবুধাবি ও শারজায়।

Exit mobile version