Site icon Jamuna Television

আর্থিক সংকটে বার্সা, আটকে গেল মেসির নতুন সঙ্গী পাবার সম্ভাবনা

করোনায় সৃষ্ট আর্থিক সংকটের কারণে আগামী মৌসুমে নেইমার কিংবা লোথারো মার্টিনেজ, কাউকেই দলে নেবার সামর্থ নেই বার্সেলোনার- এমনটাই জানিয়েছেন ক্লাব সভাপতি হোসে মারিয়া বার্তোমেউ।

স্কোয়াড সমৃদ্ধ করতে গেল মৌসুম থেকেই মেসির সঙ্গী হিসেবে বিশ্ব মানের এক ফরোয়ার্ড দলে নেবার দাবি ছিলো বার্সা ফুটবলারদের। গুঞ্জন থাকলেও নেইমারকে নেবার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেনি কাতালান ক্লাবটি।

আগামী মৌসুমে ইন্টার মিলানে দুর্দান্ত পারফর্ম করা আর্জেন্টাইন স্ট্রাইকার লোথারো মার্টিনেজকে দলে নেবার কথা ছিলো বার্সেলোনার। কিন্তু করোনার কারণে আর্থিক মন্দায় এবার নেইমার, লোথারো কোন ফুটবলারকেই দলে নিতে পারবে না কাতালান জায়ান্টরা।

ক্লাব সভাপতি হোসে মারিয়া বার্তোমেউ জানিয়েছে, গত দুই মাসে ২০০ মিলিয়ন ইউরো ক্ষতি হয়েছে ক্লাবটির।

Exit mobile version