Site icon Jamuna Television

করোনা মুক্ত হলেন কোয়েল মল্লিক

??????????????????????????????????????

অবশেষে করোনাভাইরাসকে হারালেন কোয়েল মল্লিক। একইসঙ্গে তার পুরো পরিবারের করোনা রিপোর্টও নেগেটিভ এসেছে। গতকাল কোয়েল নিজেই টুইট করে তাদের সুস্থতার খবর শেয়ার করেছেন।

শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানিয়ে কোয়েল টুইটে লিখেন, প্রত্যেকের ভালবাসা ও প্রার্থনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করার মতো কোনও শব্দ নেই আমাদের কাছে। আমরা প্রত্যেকে সেরে উঠেছি। কোভিড-১৯ টেস্ট রিপোর্টও নেগেটিভ এসেছে সকলের।

এরআগে গত ১০ জুলাই কোয়েল মল্লিক টুইট করে জানিয়েছিলেন যে, তিনি, রঞ্জিত মল্লিক, দীপা মল্লিক ও নিসপাল সিংহ কোভিড-১৯-এ আক্রান্ত।

Exit mobile version