Site icon Jamuna Television

ঠাকুরগাঁওয়ের রত্নাই সীমান্ত থেকে বাংলাদেশির মৃতদেহ উদ্ধার

ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার রত্নাই সীমান্তের নাগর নদী থেকে মোহাম্মদ মামুন (২১) নামের এক বাংলাদেশির মৃতদেহ উদ্ধার করেছে বিজিবি। নিহত মামুন ওই উপজেলার আমজানখোর ইউনিয়নের পশ্চিম হরিণমারি ঠক বস্তি এলাকার মোহাম্মদ সাদেকের ছেলে।

সোমবার সকালে স্থানীয়রা রত্নাই সীমান্তের নাগর নদীতে মামুনের মৃতদেহ দেখতে পেয়ে বিজিবি ও পুলিশকে খবর দেয়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। পরে মৃতদেহ ময়না তদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: শহিদুল ইসলাম জানান, মামুনের শরীরে কোন গুলির চিহ্ন বা ক্ষত পাওয়া যায় নাই। মৃতদেহ ময়না তদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

তিনি আরও জানান, সীমান্তে গুলি, হত্যা ও নির্যাতন বন্ধের বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিজিবির পক্ষ থেকে বিএসএফ কে পত্র দেয়া হয়েছে।

Exit mobile version