Site icon Jamuna Television

ক্যামেরুনে ১৬ জনকে হত্যা করেছে বোকো হারাম

ক্যামেরুনের উত্তরাঞ্চলে বাস্তুচ্যুতদের একটি ক্যাম্পে বোকো হারাম যোদ্ধারা হামলা চালিয়ে অন্তত ১৬ জনকে হত্যা করেছে।

নগুএটচুয়ে ক্যাম্পে হামলার পর স্থানীয় মেয়র মহামাত শেটিমা বলেন, মৃতের সংখ্যা ১৬। এটি স্পষ্ট যে এ হামলার জন্যে বোকো হারাম দায়ি।

নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলে ২০০৯ সালে এই জিহাদী গ্রুপ গঠিত হয়। গ্রুপটি ২০১৪ সাল থেকে নিয়মিত এই অঞ্চলে হামলা চালিয়ে আসছে।

সর্বশেষ এই হামলার এক সপ্তাহ আগে ক্যামেরুন সেনাবাহিনী বোকো হারামের ৫ সদস্যকে হত্যার দাবি করে। নাইজেরিয়ায় শুরু হলেও বোকো হারাম তাদের সহিংস তৎপরতা ক্যামেরুন, নাইজার এবং চাদেও বিস্তৃত করেছে।

Exit mobile version