Site icon Jamuna Television

১৫ ও ২১শে আগস্টের ষড়যন্ত্রকারীদের অপচেষ্টা অব্যাহত: ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের, ফাইল ছবি

১৫ ও ২১শে আগস্টের ষড়যন্ত্রকারীদের অপচেষ্টা অব্যাহত আছে; এই অপশক্তির বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়োজিত দলের প্রয়াত নেতাদের মৃত্যুতে আয়োজিত স্মরণ সভায় তিনি একথা বলেন। বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে স্মরণসভায় যুক্ত হন ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, করোনা মহামারিতে অনেক সীমাবদ্ধতা স্বত্ত্বেও সরকার সাহসিকতাযর সাথে মোকাবেলা করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতায় সঠিক সিদ্ধান্ত বাস্তবায়নের ফলে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ সম্ভব হয়েছে বলেও জানান তিনি।

Exit mobile version