Site icon Jamuna Television

যমুনা টিভিতে সংবাদ প্রচার: পরিবর্তন হচ্ছে ‘চোরের ভিটা’ স্কুলের নাম

যমুনা টিভিতে সংবাদ প্রচারের পর পরিবর্তন হচ্ছে নেত্রকোণার ‘চোরের ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের’ নাম। সম্প্রতি পূর্বধলা উপজেলার স্কুলটির নাম নিয়ে সংবাদ প্রচার করে যমুনা টেলিভিশন।

তারই পরিপ্রেক্ষিতে বিষয়টি নজরে আসে উপজেলা প্রশাসনের। ফলে ৩০ বছর পর পরিবর্তন হতে যাচ্ছে ‘চোরের ভিটা’ স্কুলের নাম। স্কুলটির নতুন নামকরণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ‘আলোর ভুবন সরকারি প্রাথমিক বিদ্যালয়’ নামে এ সংক্রান্ত প্রস্তাবনাটি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলেও জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।

এদিকে বিদ্যালয়টির পাশাপাশি একই নাম গ্রামেরও। সেটিও পরিবর্তনের দাবিও জানিয়েছেন স্থানীয়রা।

Exit mobile version