Site icon Jamuna Television

বাউফলে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার

পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীর বাউফলে রুবীনা আক্তার (২৫) নামে এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ। মৃত ওই তরুণী উপজেলার ধানদী গ্রামের মৃত শাহজাহান ব্যাপারীর মেয়ে। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

প্রতিবেশীরা জানান, প্রেমের সম্পর্কে পাশের গলাচিপা উপজেলার এক তরুণের সঙ্গে বিয়ের কথাবার্তা চলছিল তার। বিয়েতে ছেলে পক্ষ নগদ তিন লক্ষ টাকা যৌতুক দাবি করলে তা দিতে অস্বীকার করে রুবিনার পরিবার। এ নিয়ে বিরুপ কথাবার্তা হয় পরিবারের লোকজনের মধ্যে। এক পর্যা‌য়ে সকালে বসতঘরের আঁড়ার সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে রুবিনা। রু‌বিনা স্থানীয় একটি মাদ্রাসা থেকে ফাজিল পাশ করেছিল।

ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে জানিয়েছেন বাউফল থানার ওসি (তদন্ত) আল মামুন।

Exit mobile version