করোনার বিস্তার রোধ ও নিয়ন্ত্রণে স্বাস্থ্যবিধি মেনে সীমিত চলাচলের নির্দেশনা ৩১ আগস্ট পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এখন থেকে রাত ১০টা থেকে ভোর ৫ টা পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়ার নিষেধাজ্ঞাসহ নতুন করে ১০ দফা নির্দেশনা জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানান, এখন আর ২৫ ভাগ নয়, সব সরকারি কর্মকর্তা-কর্মচারীই অফিস করবেন।
একইসাথে সিদ্ধান্ত নেয়া হয়, হাট-বাজার, শপিংমল খোলা থাকবে রাত ৮টা পর্যন্ত। গণপরিবহণ চলবে স্বাস্থবিধি মেনে। বন্ধ থাকবে শিক্ষা প্রতিষ্ঠান, গণ জমায়েত ও অনুষ্ঠান। নির্দেশনা না মানলে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী।
Leave a reply